মুরিদানদের প্রতি পীর নজরুল ইসলাম সাধকপুরী আল-মাইজভান্ডারী (রহঃ) এর নসীহতঃ
আমার মুরিদান আশেকান প্রত্যেকেই আপনারা আমার নসীহত গুলো মেনে চলবেন –
১. ক্বলব সবচেয়ে শক্তিশালী লতিফা, ক্বলবকে লাগামহীনভাবে চলতে দিলে মঞ্জিলে মাকসুদে পৌঁছা সম্ভব হবে না।
২. ক্বলব পরিষ্কার রাখার জন্য হিংসা বিদ্ধেষ, পরশ্রীকাতরতা ও গীবত পরিহার করা অপরিহার্য।
৩. পরের হক নষ্ট করা অমার্জনীয় অপরাধ। পরের হক নষ্টকারী হাশরের ময়দানে মহা বিপদে পতিত হবে।
৪. আদব ও বিনয় মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছাতে সাহায্য করে
৫. গর্ব ও অহংকার মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।
৬. দমে দমে আল্লাহর জিকির করবেন।
৭. নিজ নিজ মুর্শিদের দিকে মুতাওয়াজ্জাহ্ থাকলে দিলে আল্লাহর নূর পয়দা হয়।
৮. পিতা মাতার অবাধ্য সন্তান জাহান্নামী
৯. গভীর রাতে বিছনা ত্যাগ করে মুর্শিদের নেসবত অনুযায়ী মুরাকাবায় বসে পড়ুন বিশেষ রুহানী তরক্বী ও প্রশান্তি লাভ করবেন।
১০. ওজুর সাথে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন।
১১, নিজ মুর্শেদের কাছে মৃত লাশের ন্যায় হয়ে যাওয়া মুরিদের কামীয়াবি লাভের উপায়।
১২. ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি পরিহার করে চলবেন।
১৩. আপন পীর- ভাইকে সহোদর বাইয়ের মতই- মুহাব্বত করবেন।
১৪. সদ- সর্বদাই সৃষ্টির কল্যাণ কামনা করবেন।
১৫. বাতিল পন্থীদের থেকে দূরে থাকুন।
১৬. সর্ব অবস্থাতেই মিথ্যা পরিহার করা ও মিথ্যা স্বাক্ষী প্রদান করা থেকে বিরত থাকা অপরিহার্য।
১৭. নবী অলিদের প্রতি যে সকল মৌলবী খারাপ ধারণা পোষণ করে বা অলি আল্লাদের থেকে দূরে থাকার জন্য কু-পরামর্শ দেয় এদের থেকে দূরে থাকতে হবে। এরা মুসলমানদের ঈমান বরবাদ করছে।
১৮. ঈমান মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ।
সূত্রঃ নজরুলীয়া দরবার শরীফের শাজরা শরীফ গ্রন্থ
সম্পাদনাঃ পীরজাদা মুফতি শামস্ তিবরীজ সাধকপুরী চিশতী
Leave a Reply