আশুলিয়ায় ১১ শরীফ মাহফিল অনুষ্ঠিত
গাওছুল আজম শেখ সৈয়দ মহিউদ্দীন আব্দুল কাদের (রাঃ) এর স্বরনে ১১ শরীফ মাহফিল অনুষ্ঠিত । হাফিজ উদ্দিন মুনসি (রহঃ) প্রতিষ্ঠিত প্রায় ৬০ বছর ধরে চলে আসছে এই মাহফিল। ১০ জিলকদ ১৪৪৫ হিজরি রবিবার বাদ এশা আশুলিয়া কুরগাঁও অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন খলিফায়ে মাইজভান্ডারী শাহ্ আলম পীর সাহেব, সূফী সাধক সফুর উদ্দিন চিশতী, আব্দুল আওয়াল ভান্ডারী, আবজাল হোসেন ভান্ডারী সহ আরো অনেক ভক্ত আশেকান । মোঃ মোছলেহ উদ্দিন ভান্ডারী আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মহ্ফিল ও মোনাজাত পরিচালনা করেন মোঃ শেহ্জাদ আলম শাহীন মাইজভান্ডারী ।
Leave a Reply