
ভক্ত তত্ত্ব সংগীত
গীতিকারঃ এম,আর,আউয়াল।
দিল দরিয়ায় উঠছে তুফান -কিনারায় যাও লইয়া,
দয়াল-দরদী-নাইয়া~
এই ভব নদী -দেওনা পাড় করিয়া (২)।। ঐ।।
১// দরদী-নাইয়া-রে~
তিন তক্তারই নৌকা খানি -মাঝখানে তার ছইয়া –
নাইয়া-মাঝখানে তার ছইয়া (২)
ঝব্ ঝবাইয়া উঠে পানি -নয়টা সুলাক দিয়া।। ঐ।।
২// দরদী-নাইয়া-রে~
মধ্য গাঙ্গে ঠেকছে তরী-বাদাম গেছে ছিড়িয়া –
নাইয়া-বাদাম গেছে ছিড়িয়া (২)
সামনে অন্ধকার হেরি-বাচাও না আসিয়া।। ঐ।।
৩// দরদী-নাইয়া-রে~
উজান জলের প্রবল চোটে-বৈঠা গেছে ভাঙ্গিয়া –
নাইয়া-বৈঠা গেছে ভাঙ্গিয়া (২)
গুনের রশিও গেছে কেটে –
আছি তোমার দিকেই চাইয়া।। ঐ।।
৪// দরদী-নাইয়া-রে~
পাপী,আউয়ালের চুখের জলে -বক্ষ যায় ভাসিয়া –
দয়াল-বক্ষ যায় ভাসিয়া (২)
আসিয়া, দয়াল মাজিজুলে -নিবনি তরাইয়া।। ঐ।।
Leave a Reply