নাতে রাসুল (সাঃ)
কবি এম,আর,আউয়াল (বি,এ)
মদিনা শরীফে যাব -আমি ভাবছি মনে (২),
পাক পবিত্র ধুলো মাখবো-নাপাক বদনে (২)।। ঐ।।
১// মদিনা শরীফের মাটি -বুকেতে ধরিব আটি (২),
চুমু দিব লক্ষ কোটি-অতি যতনে (২)।। ঐ।।
২// মদিনা শরীফের পথে -দয়াল,নবীর গায়ের গন্ধ ছুটে (২)
দরূদ পড়ব মনে মুখে -প্রতি হরদমে (২)।। ঐ।।
৩// রওজা মোবারকের দিকে -চেয়ে রবো অপলকে (২)
নূর নবীর নূরের ঝলকে-ঘোর কাটবে নিদানে (২)।। ঐ।।
৪// রওজা শরীফের দেয়ালে-ঘষা লাগাবো কপালে (২)
ঝুটা নিবো জিহ্বায় তুলে -স্বাদ পাব ভক্ষণে (২)।। ঐ।।
৫// দয়াল নবীর পাক রওয়াজায়- লুটিয়ে পরিব তথায় (২)
লক্ষ কোটি ভক্তি সেথায় -দিবো কদমে (২)।। ঐ।।
৬// পাপী, আউয়ালের অতি ভাগ্যের চোটে-
যেন,এমন নসীবে জোটে (২)
সেথায়ই যেন মরণ ঘটে -
দয়াল,নবীজীর ভূমে (২)।। ঐ।।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী