ঢাকায় ওরস বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে মহাসমারোহে পালিত হলো হযরত খাজা শরফুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরস মোবারক
আমাদের চ্যানেল ডেস্কঃ ঢাকার হাইকোর্ট মাজারে হযরত খাজা শরফুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরস মোবারক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ১২ই জানুয়ারি, সোমবার চট্টগ্রামের ষোলো শহরে মহাসমারোহে পালিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদী ওরস অনুষ্ঠান। এটি কোনো প্রতীকী কর্মসূচি ছিল না; বরং একটি পূর্ণাঙ্গ, জেনুইন ওরস হিসেবেই পালিত হয়েছে এই আয়োজন।

ওরস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ-কিয়াম দোয়া , কাওয়ালী, এবং তবাররুক বিতরণসহ খাওয়া-দাওয়ার বিস্তৃত ব্যবস্থা করা হয়। ওরসে যা যা আয়োজন সাধারণত হয়ে থাকে, তার প্রায় সবকিছুই ছিল এই অনুষ্ঠানে। ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক ও ঐক্যের মিলনমেলায়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ঢাকায় হযরত শরফুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরস বন্ধ করা শুধু একটি ধর্মীয় আচার বন্ধ করা নয়, বরং মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। ওরস পালন বা মাজার জিয়ারত করা কোনো বাধ্যবাধকতা নয়—এটি সম্পূর্ণ ব্যক্তির বিশ্বাস ও ইচ্ছার বিষয়। কেউ চাইলে পালন করবে, কেউ না-ও করতে পারে; কিন্তু কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই—রাষ্ট্রেরও না।
বক্তারা বলেন, গুন্ডা লেলিয়ে দেওয়া, পুলিশ দিয়ে ঘিরে রাখা কিংবা প্রশাসনিক শক্তি প্রয়োগ করে আধ্যাত্মিক চর্চা বন্ধ রাখা যায় না। এ ধরনের দমন-পীড়ন শেষ পর্যন্ত আরও বড় প্রতিরোধ ও জাগরণকেই ত্বরান্বিত করে। আজকের এই প্রতিবাদী ওরস সেই জাগরণেরই বাস্তব উদাহরণ।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, এখন থেকে যেখানেই ওরস বন্ধ করা হবে, সেখানেই পালটা ওরস, মিলাদ ও কিয়ামের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটিই হবে প্রকৃত ও কার্যকর লড়াই। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার সংগ্রাম এইভাবেই চলমান থাকবে।
এই ব্যতিক্রমধর্মী ও প্রতিবাদী ওরস সফলভাবে আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় মুহাম্মদ সৈয়দুল হক ভাইকে। তাঁর উদ্যোগ ও নেতৃত্বেই এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে আয়োজকরা জানান।
চট্টগ্রামের ষোলো শহরে ১২ই জানুয়ারি, সোমবার পালিত এই ওরস কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং এটি হয়ে উঠেছে বিশ্বাসের অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং আধ্যাত্মিক সংস্কৃতি রক্ষার এক শক্তিশালী বার্তা।
#viralpost2025 #আমাদের_চানেল #amaderchannel #মোহাম্মদ_মহররম_হোসেন_মাহ্দী
#খাজা_শরফুদ্দিন_চিশতী #KhwajaSharafuddinChishti #OrosMubarak #ওরস_আমাদের_অধিকার #SpiritualResistance #PaltaOros #মাজার_সংস্কৃতি #SufiTradition #ধর্মীয়_স্বাধীনতা #FreedomOfFaith #Chattogram #চট্টগ্রাম #Dhaka #হাইকোর্ট_মাজার #SufismInBangladesh #বিশ্বাসের_লড়াই #NoBanOnOros #আধ্যাত্মিক_জাগরণ #IslamicHeritage #PeaceLoveHumanity
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী