আজ মহান ২৯শে পৌষ উপলক্ষে মাইজভাণ্ডারী দরবারে ভক্তদের সমাগম, ডলি আক্তার মাইজভাণ্ডারী
আজ মহান ২৯শে পৌষ, ইংরেজি ১৩ই জানুয়ারি, মঙ্গলবার, খলিফা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী, হযরত মাওলানা শাহসূফী সৈয়দ নজির আহাম্মদ শাহ আল মাইজভাণ্ডারী (কঃ)-এর বার্ষিক ওরশ শরীফ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পালিত হয়েছে।
এই পুণ্যতম উপলক্ষে চট্টগ্রামের পাঠান টুলি, চৌমহনি এলাকায় অবস্থিত মাইজভাণ্ডারী দরবার শরীফে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, আশেকান ও মুরিদানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই দরবার প্রাঙ্গণ কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে।
ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা খলিফা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসূফী সৈয়দ নজির আহাম্মদ শাহ আল মাইজভাণ্ডারী (কঃ)-এর বর্ণাঢ্য জীবন ও অবদানের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, এই মহান সুফি সাধক তাঁর সারাজীবন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর অনুসরণ এবং মানবতার খেদমতে নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর আদর্শ আজও মানবজাতির জন্য অনুকরণীয় ও প্রেরণাদায়ক।
বক্তারা আরও উল্লেখ করেন, মাইজভাণ্ডারী দরবার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য কেন্দ্র। এখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য রয়েছে সমান গ্রহণযোগ্যতা ও মানবিক আহ্বান।
ওরশ শরীফে আগত ভক্তরা মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহর নিকট দোয়া করা হয়—এই ওরশ শরীফের উসিলায় যেন সকলের অন্তর পরিশুদ্ধ হয়, ইমান মজবুত হয় এবং চরিত্র ও আখলাক সুন্দর হয়।
ওরশ উপলক্ষে আগত ভক্ত, আশেকান ও মুরিদানদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়।
সবশেষে উপস্থিত ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয়—
“ইয়া গাউস, ইয়া মাইজভাণ্ডারী—নজরে করম হোক আমাদের উপর।”
প্রতিবেদন প্রেরণকারী:
ডলি আক্তার মাইজভাণ্ডারী
পাঠান টুলি, চৌমহনি, চট্টগ্রাম
#মাইজভাণ্ডারী #GausulAzam #NazirAhmadShah #UrsSharif #মহানওরশ #SufiIslam #IslamicSpirituality #LoveOfAllah #SunnahOfRasul #HumanityFirst #ইয়া_গাউস #ইয়া_মাইজভাণ্ডারী #SpiritualJourney #NooraniRuh #PeaceAndLove #IslamicEvent #Chattogram #PathanTuli #Bangladesh #DargahLife
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী