"শৈশব টা ফিরে দেখা"
---সেলিনা সাথী
শৈশব থেকে ঘুরে আসি, ভাই–বোনেরা চলো,
বয়সটাকে পিছনে ঠেলে মনের কথা বলো।
মায়ের হাতের ভাপা পিঠা, গুড়ের সাথে মুড়ি মাখা—
ছড়িয়ে দিত আলো, লাগত খেতে ভালো।
বাবা ছিল, মা ছিল, সঙ্গে ছিল দাদি,
দাদির পাশে কে ঘুমাবে—ঝগড়া করে কাঁদি।
মায়ের সেবা–যত্নগুলো কেমন করে ভুলি,
সময়মতো গরম খাবার মুখে দিতেন তুলি।
জামা–কাপড় ধুইয়ে দিতেন দিতেন লন্ড্রি করে,
অসুস্থতায় সেবা করতেন ডেকে ডেকে নাম ধরে।
ভাই–বোনদের খুনসুটিতে মেতে উঠত বাড়ি,
মধুমাখা এমন স্মৃতি ভুলতে কি আর পারি?
এমন মধুর সম্পর্কে স্বার্থ খোঁজে যারা,
জীবন থাকতেই মরে গেছে পৃথিবীতে তারা।
আজকে সেই বাড়ি আছে পাইনা খুঁজে উঠোন
হারিয়েছে একে একে ছিল যারা আপন।
দাদি গেলেন সবার আগে বাবা গেলেন পিছে,
সুন্দর এই পৃথিবীটা লাগে যেন মিছে।
শৈশবের স্মৃতিচারণ, দুস্টু মিষ্টি ভাইবোন
অমলিন সেই বন্ধন যদিও ভাঙে অবুঝ মন।
অতীতটা আজ ভাবতে বসে, ঝরছে চোখে পানি
প্রিয় মানুষ অপ্রিয় হয়,কেমন করে মানি।
ভালো থাকুক ভুবন জুড়ে, যত ভাই আর বোন
সম্পর্ক গুলো অটুট থাকুক, যেন আমরণ।
-----------------------------------------
১৩ জানুয়ারি ২০২৬
সময় বিকেল ৫:১২
ঢাকা-বাংলাদেশ।
ফটো ক্রেডিট-#Alamgirkobir
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী