সাধকপুরী মাইজভান্ডারী (১৫৪)
✒️মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
২৯/০৬/২০০৪ইং সালনা, গাজীপুর
সাধকপুরী মাইজভান্ডারী
প্রেমের কারিগর
নবীর প্রেমের আগুন জ্বালায়
আশেকের ভিতর
গেলে বাবার পাক দরবারে
ঐশী প্রেম জাগে অন্তরে
মায়ার স্বপন যাবে দূরে
পলকের ভিতর || ঐ
নবীর প্রেমের আগুন জ্বালায়
আশেকের ভিতর
নূর নবীর শান প্রচার করে
ঘুরে বেড়ায় এই সংসারে
নবীর প্রেমে মত্ত করে
মানবের অন্তর || ঐ
নবীর প্রেমের আগুন জ্বালায়
আশেকের ভিতর
প্রেম করবি কে আয়রে তোরা
সাধকপুরীর ভান্ডার ভরা
পাবি না ধন সঙ্গ ছাড়া
বিধাতার খবর || ঐ
নবীর প্রেমের আগুন জ্বালায়
আশেকের ভিতর
অধম হোসেন বিনয় করে
নজরুল বাবার পাক দরবারে
বহাও আমার হৃদ মন্দিরে
প্রেমেরী নহর || ঐ
নবীর প্রেমের আগুন জ্বালায়
আশেকের ভিতর
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী